স্পোর্টস ডেস্ক
প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ও ফ্রান্স জাতীয় দলের ফরোয়ার্ড উসমান দেম্বেলে ফিফা বেস্ট অ্যাওয়ার্ডে বছরের সেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন। ২৮ বছর বয়সী দেম্বেলে মঙ্গলবার কাতারে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই সম্মান গ্রহণ করেন। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে তিনি ব্যালন ডি’অর জিতেছিলেন। ২০২৪–২৫ মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পুরস্কার হিসেবেই ফিফা বেস্ট তার হাতে উঠেছে।
২০২৩ সালে বার্সেলোনা ও বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া দেম্বেলে গত মৌসুমে লুইস এনরিকের দলের হয়ে ৫৩ ম্যাচে মোট ৫১টি গোল অবদানে (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) ভূমিকা রাখেন।
পিএসজিকে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে বড় ভূমিকা রাখা দেম্বেলে এই ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে বার্সেলোনার লামিন ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেন।
বুধবার ফ্লামেঙ্গোর বিপক্ষে পিএসজির ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালের ঠিক আগে এই পুরস্কার জিতলেন দেম্বেলে তিনি।
—জা.অর্থনীতি/জেআরটি






Add Comment