প্রেস বিজ্ঞপ্তি: রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) চালু হয়েছে সমন্বিত এআই-ভিত্তিক প্রিভেন্টিভ ও প্রাইমারি হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুস্বাস্থ্য’। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে প্ল্যাটফরমটি। এতে স্বাস্থ্যশিক্ষা, ব্যক্তিগত ঝুঁকি মূল্যায়ন, প্রাথমিক স্ক্রিনিং, টেলিমেডিসিন পরামর্শ এবং নিয়মিত ফলো-আপ সুবিধা পাবে ইউআইইউ পরিবার।
স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক ‘ফরম আওয়্যার টু এমপাওয়ার’ শীর্ষক সেমিনার শেষে প্রধান অতিথি হিসেবে ’সুস্বাস্থ্য’ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোমের পরিচালক এবং অনকোলজি ক্লাবের সভাপতি সিনিয়র ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ হাই।
বুধবার (৮ অক্টোবর) ইউআইইউ ক্যাম্পাসের এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আলী নাফিসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. মুস্তাক ইবনে আইয়ুব। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির সিনিয়র মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার।
সেমিনারে সভাপতিত্ব করেন ইউআইইউ’র রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান ড. এস এম রফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে সেমিনারটির মূল উদ্দেশ্য ছিল, বিশ্ববিদ্যালয় কমিউনিটিকে স্তন ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি। তাদেরকে প্রাথমিক ও পর্যায়ক্রমিক স্ক্রিনিংয়ের সচেতনতা বাড়াতে উদ্বুব্ধ করেন ক্যান্সার ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা জানান, সময়মতো স্তন ক্যান্সারের ঝুঁকি মূল্যায়ন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসায় এ রোগে মৃত্যুহার কমবে।
বাংলাদেশে স্তন ক্যান্সারের বর্তমান পরিস্থিতি এবং এর প্রতিকার ও চিকিৎসা তুলে ধরেন অতিথিরা। আধুনিক চিকিৎসা পদ্ধতি ও ক্যান্সারের জেনেটিক ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনাও করেন তারা।
সেমিনারে ইউআইইউ’র শিক্ষকরা জানান, ‘সুস্বাস্থ্য’ সল্যুশনটি তৈরি করেছে সিমেড হেলথ লিমিটেড, যা বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের (আইরিক) গবেষণা থেকে বাণিজ্যিকীকরণের সফল উদ্যোগ। প্ল্যাটফর্মটিতে ইউআইইউ মেডিকেল সেন্টারের ডাক্তারদের বিশেষ ড্যাশবোর্ড রয়েছে। এর ডেটা ব্যবহার করে ক্যাম্পাসজুড়ে স্বাস্থ্যনীতি উন্নত এবং এআই প্রযুক্তির ব্যবহারে স্বাস্থ্য সচেতন ও সক্রিয় পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির সহযোগী প্রতিষ্ঠান সিমেড হেলথের প্রতিষ্ঠাতা ও ইউআইইউ’র আইরিকের পরিচালক প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন এর কার্যকারিতা তুলে ধরেন। সবশেষে বিনামূল্যে স্ক্রিনিং ক্যাম্পে স্বাস্থ্যসেবা নেন অংশগ্রহণকারীরা।
Add Comment