৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত সময়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু না হওয়ায় প্রতিবাদে ঢাকার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এমনকি রাজধানীর নিউমার্কেট এলাকার মিরপুর সড়কের সাইন্সল্যাব মোড়ও বেশ কিছু সময় অবরোধ করে রাখা হয়।

রোববার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে এসব কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর সাতটি সরকারি কলেজ একত্রিত করে গঠিত হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। আজ থেকে (২৩ নভেম্বর) থেকে শুরু হওয়ার কথা ছিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস। তবে বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশ এখনো চূড়ান্ত না হওয়া এবং ভাইস-চ্যান্সেলর না নিয়োগ পাওয়ায় শিক্ষার্থীদের একাংশের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা থেকেই আমরা আজ আন্দোলনে নেমেছি।

রবিউল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, আমরা দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি ও ভিসি নিয়োগের দাবি করছি। নিয়মিত শিক্ষার ক্ষেত্রে এই দুটি বিষয় বড় বাধা। এভাবে চলতে দেওয়া সম্ভব নয়। আমরা চাই দ্রুত ক্লাস শুরু হোক।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা আক্তার বলেন, আমাদের ভবিষ্যৎ নিয়ে কারও কি কোনো মাথাব্যথা নেই। শিক্ষকরাও বিষয়টি নিয়ে আন্তরিক নয়। তাই সব শিক্ষার্থীদের দাবি, অনিশ্চয়তা দূর করে দ্রুততম সময়ের মধ্যে যেন স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু করা হয়।

অবশ্য এরইমধ্যে রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, ভর্তি প্রক্রিয়া ২৫ নভেম্বর পর্যন্ত চলমান থাকায় ক্লাস শুরু হবে আগামী ৩০ নভেম্বর (রবিবার)। শনিবার (২২ নভেম্বর) প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) অন্তর্বর্তী প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ২৫ নভেম্বরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা পুনর্ব্যক্ত করা হলো। এরপর নতুন এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩০ নভেম্বর। যদিও গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছিল, সাত কলেজের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ক্লাস ২৩ নভেম্বর থেকে শুরু হবে।

অন্যদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মিরপুর সড়কে সাময়িক সময়ের জন্য যানচলাচল বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর একটি বিষয় নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। পরে আবার তারা চলে গেছে। অল্প সময় যান চলাচল বন্ধ ছিল। এখন স্বাভাবিক হয়েছে।

—জা.অর্থনীতি/আরএস

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০